Monday, April 1, 2019

চৌকিদার

চিৎকার করে উচ্চস্বরে
   হাঁকি যখন গলির মোড়ে
সাবধান সাবধান সাবধান ।
তখন তুমি বদ্ধ ঘরে
স্বপ্ন দেখো উজার করে ।
তখন আমার সোনা মামনি
     না ঘুমিয়ে চুপটি করে জেগে
থাকে আমার প্রতিক্ষায় বদ্ধ ঘরে ।
     তখন আমি চিৎকার করে উচ্চস্বরে
হাঁকি তোমাদের গলির মাঝে
     সাবধান সাবধান সাবধান ।
আজ আমার মুখে কষ্টের ছাপ
     ভুলেও দেখবে না তোমরা জানি
তবে কেন বাড়াচ্ছ আরো কষ্ট
     সহজ প্রশ্নের উত্তর পাবো না জানি।
তবে কিছু কথা শুনিয়ে যেতে পারি,
     যে মহিলা ঘৃনা করে দুরে থাকে
আমার পেশা চৌকিদার বলে
     আজ সেই মহিলাই টুইটারেতে
নিজেকে চৌকিদার লিখে বড়াই করে।
    রাজনীতির  এই  কষাঘাতে
আমাদের পেশা আজ ভয়ের মুখে
   কথায় কথায়  বলে ওটে
চৌকিদার তুই চোরই বটে !
   আবার কথায় কথায় অন্য ঘাটে
ফেকুরা সব চৌকিদার সাঁজে ।
   বলি ঘুমবিনা যে রাত জেগে রয়
সেই আসল চৌকিদার কয় ?
   দিন-রাত আমরা এক কাপড়ে
চৌকিদার সব গরীব বটে !
   সাধে যারা চৌকিদার সাঁজে
জানি তারাই আমাদের রক্ত চষে
  পরিশেষে পরিশেষে পরিশেষে !
...
...
কিছু কথা :- আমাদের ভারতবর্ষের রাজনীতি এখন এটাই , চারিদিকে সব ফেকু চৌকিদার আর চৌকিদার , এই ফেকুদের মাঝে দম বন্ধ এখন আসল চৌকিদারের ।


Sunday, March 31, 2019

আমায় এমন একটি ধর্ম পারলে দিও


...........................................
.
তুমি ধার্মিক তোমার জ্ঞাত ছড়িয়ে ধর্মের সর্বত্র ।
তুমি আমাকে কিছুটা ধর্ম দিও বেঁচে থাকার জন্য ।
যে ধর্মে নারীত্ব পাপ নয় তাকে বেঁচে থাকতে দেয় ।
যে ধর্মে বদ্ধতা নয় স্বাধীন ভাবে বাঁচতে দেয় ..।
টিক তেমন একটি ধর্ম দিও তুমি আমায় ...,
যে ধর্মের বেঁচে থাকতে পারবো যতদিন না মরবো।
যে ধর্মে মিটাতে পারবো ক্ষুধার অসর্হ্য যন্ত্রনা ...।
যে ধর্মে প্রতিনিয়ত মুর্ত্যুর ভয়ে আমাকে বাঁচতে হবে না,
টিক তেমন একটি ধর্ম দিও...
যে ধর্মে আমি শুধু আমিই সর্বত্র বেঁচে থাকবো ।
টিক তেমন একটি ধর্ম তুমি আমাকে দিও ।
তুমি ধার্মিক তোমার জ্ঞাত ছড়িয়ে ধর্মের সর্বত্র ।
তুমি আমাকে কিছুটা ধর্ম দিও বেঁচে থাকার জন্য ।
যে ধর্মে মানুষ মানুষের রক্তের পিয়াসী নয়
ভালোবাসা পাওয়ার অক্লান্ত পিয়াসী হয়..,
যে ধর্মে বিদ্বেষ নয় ভালবাসায় গন্য হয় ..,
টিক তেমন একটি ধর্ম দিও তুমি আমায় !
যে ধর্মের অন্ধ ভক্ত হয়ে সারাজীবন শেষে,
শান্তিতে মরতে পারবো আমি, টিক তেমন
একটি ধর্ম তুমি পারলে দিও আমায় ...,
আমি থাকবো তোমার অপেক্ষায় ..
আমি থাকবো তোমার প্রতিক্ষায় ।
........................................................
...................................

কিছু কথা :- তোমার কাছে ধর্ম মানে যদি হিন্দু মুসলিম ইত্যাদি মনে হয় তবে আমার কাছে ধর্ম মানে মানবতা প্রধান মনে হয় ...
তুমি কোন ধর্মের দোহায় দিয়ে নিষ্টুর হয়ে না ...
কোন ধর্মই মানুষকে নিষ্টুর হতে শেখায় না ।

বেদনা




 



আমার দেহেও বয়ছে
লাল রক্তের স্রোত ।
আমার নিশ্বাসেও আছে
বেঁচে থাকার রসদ ।
আমাকে তোমরা মানুষ

বলে ডাকতে পারো ।
তবে তোমরা যে মেতেছো
খেলায়, তাতে তোমাদের
মানুষ নয় হিংস্র পশু মনে হয় ।

যদি ধর্মের নামে আমার বাঁচার
অধিকার ক্ষুন্ন করো
তবে হুশিয়ার তোমাদের কে
এই নিস্পাপ হাত ও রাংবে
একদিন তোমার লাল রক্তে ।

মুসলিম কিংবা হিন্দু নয়,
সে মানুষ হয়েই জন্ম নেই ,
তাহলে কোথায় তোমার জ্বলে,
যে আগুন নেভাতে এত রক্ত ঝরে ।
জেনে রেখো আমার দেহেও
বয়ছে লাল রক্তের স্রোত ।
আজ আমারও রক্তের বিন্দুতে
বিন্দুতে জমছে ক্রোধ ।
আজ যদি শান্ত মন জেগে
ওটে ক্ষিপ্ততায়, মনে রেখো

সেই ক্ষিপ্ততায়ই মাখবে রক্ত
তাজা তাজা তোমার লাল রক্ত ।

আজ তুমি শক্তিশালী বলে
দিচ্ছো আমায় যন্ত্রণা
হুশিয়ার তোমাদের কে
মনে রেখো,তুমিও একদিন
হবে দুর্বল,শিখে রেখো
যন্ত্রণা সর্হ্য করার মন্ত্রণা ।
যদি কোনো দিন প্রকৃত
শিক্ষায় দীক্ষিত হতে পারো,
তবে বুঝে যাবে আমার কবিতায়
হিংস্রতা নয় বেদনা ছিল ।